প্রতিষ্ঠার ইতিহাস.
একঝাঁক অদম্য, সৃজনশীল তরুণের হাত ধরে মুরারিচাঁদ কলেজ, সিলেট এ ২০১৭ সালে গঠিত হয় এমসি কলেজ প্রেসক্লাব। পরবর্তীতে নাম পরিবর্তনের মাধ্যমে ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’ নামে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এখন অবধি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম:
- ক্যাম্পাসের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা।
- ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা।
- অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা অর্জন।
- দেশ ও সমাজের প্রতি সচেতনতা বৃদ্ধির প্রয়াস। কেন আমাদের সাথে যোগ দেবেন?
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম:
- সাংবাদিকতার মৌলিক দিক শেখা ও অভিজ্ঞতা অর্জন।
- দেশের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ।
- আপনার দক্ষতাকে প্রমাণ করার জন্য একটি নিখুঁত জায়গা।
Since 2017
8
Years
Making Sense of journalism

0
+
Lawyers and
Advisors
0
+
Offices Around
The world
0
+
Countries
Where we work
0
k+